প্রশ্ন- অপমৃত্যু মামলা কাকে বলে। অপমৃত্যু মামলা কিভাবে রুজু করতে হয়। অপমৃত্যু মামলার তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন। কি কি কারনে অপমৃত্যু মামলা রুজু করতে হয়। অপমৃত্যু মামলার এজাহার দায়ের করার নিয়ম বা অপমৃত্যু মামলা রুজুর নিয়মসমূহ।
উওরঃ অপমৃত্যু মামলার সংজ্ঞাঃ- কোন ব্যক্তি স্বাভাবিক নিয়মের বাহিরে অর্থাৎ নিজে নিজে আতœহত্যা করলে, দুর্ঘটনায় মারা গেলে বা জীব জন্তুর আক্রমনে মারা গেলে উক্ত অপমৃত্যু বিষয়ে যেই মামলা রুজু করা হয় তাকে অপমৃত্যু মামলা বলে। {ফৌ:কা:বি: ১৭৪ ধারা, পিআরবি-২৯৯,৩০০ ধারা}
নিম্ন-লিখিত ক্ষেত্রে অপমৃত্যু মামলা রুজু করা হয়ঃ- (অপমৃত্যু মামলা যেইভাবে রুজু করতে হয়)
১। কেউ আত্ন হত্যা করলে
২। সাপের কামড়ে মারা গেলে
৩। জীব জন্তুর আক্রমনে মারা গেলে
৪। সন্দেহ জনক ভাবে কেউ মৃত্যু বরণ করলে
৫। পানিতে ডুবে মৃত্যু বরণ করলে
৬। বর্জ্রপাতে মারা গেল
৭। কোন যন্ত্রের আঘাতে মারা গেল
অপমৃত্যু সংবাদ প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয়/ তদন্ত পদ্ধতিঃ-
১। অপমৃত্যুর সংবাদ আসলে সংবাদটি উধ্বর্তন পুলিশ অফিসার কে জানাতে হাবে। ফৌ:কা:বি:-১৫০ ধারা, পিআরবি-১২০ বিধি, পুলিশ আইন-২৩(৩) উপধারা}
২। অপমৃত্যুর সংবাদের বিষয়টি জিডি করতে হবে। ফৌ:কা:বিঃ-১৫৪/১৫৫ধারা, পিআরবি-৩৭৭ বিধি, পুলিশ আইন-৪৪ ধারা}
৩। লাশ যে স্থানে আছে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ হেফাজতে নিতে হবে। { ফৌ:কা:বিঃ-১৭৪(১), পিআরবি-২৯৯ বিধি}
৪। স্থানীয় ২/৩ জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। {ফৌ:কা:বিঃ১৭৫ ধারা}
৫। ঘটনাস্থলের আলমতের জব্দ তালিকা করতে হবে। {ফৌ:কা:বিঃ-১০৩(২) ধারা, পিআরবি-২৮০ বিধি}
৬। ঘটনাস্থলের ক্রাইমসীন নিতে হবে। {পিআরবি-৬৩৫/৬৩৮ ধারা}
৭। সাক্ষীর উপস্থিতে সুরতহাল রির্পোট তৈরী করতে হবে। এবং সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। {ফৌ:কা:বিঃ১৭৪ ধারা, পিআরবি-২৯৯,৩০০বিধি}
৮। অপমৃত্যু ব্যক্তি অসনাক্তকৃত হলে সনাক্ত করণের জন্য আঙ্গুলের ছাপ ও ছবি নিতে হবে। {পিআরবি-৩১৩,৩১৪ বিধি}
৯। লাশ নিয়ে দ্বীমত বা সন্দেহ না থাকলে লাশের অভিবাবকের নিকট হইতে আবেদন নিয়ে লাশ সতকারের জন্য বুঝাইয়া দিতে হবে। {পিআরবি-৩১০ বিধি}
১০। লাশ নিয়ে দ্বীমত বা সন্দেহ হলে মৃত্যুর কারন জানার জন্য সঙ্গীয় কনষ্টবল সহ লাশ মর্গে প্রেরন করতে হরে। {পিআরবি-৩০৪/৩০৫ বিধি}
১১। রহস্য উদঘাটনের জন্য সোর্স নিয়োগ করতে হবে। {সাক্ষ্য আইনের ১২৫ ধারা, পিআরবি-২৯৩/৩৪১ ধারা}
১২। ঘটনার সাথে পরিচিত ব্যক্তির মৌখিক সাক্ষ্য নিতে হবে। {ফৌ:কাঃবিঃ১৬১ ধারা, পিআরবিঃ-২৬৫ বিধি}
১৩। ঘটনাস্থলের খসড়া মানচিত্র নিতে হবে। { ফৌ:কাবিঃ-২৭৩ ধারা}
১৪। লাশের ময়না তদন্ত শেষে সৎকারের জন্য আতœীয় স্বজনের নিকট লাশ বুঝাইয়া দিতে হবে। {সাক্ষ্য আইনের ৩১০ ধারা}
১৫। থানায় ফিরে বিস্তারিত জিডি করতে হবে। ফৌ:কা:বিঃ১৫৪/১৫৫, পিআরবি-৩৭৭ বিধি, পুলিশ আইনের-৪৪ ধারা}
১৬। বিষয়টি ওসিকে বিস্তারিত ভাবে জানাতে হবে। {কাঃবিঃ-১৬৮ ধারা, পিআরবি-১২০ বিধি}
১৭। বিস্তারিত উল্লেখ পূর্বক একটি প্রতিবেদন ম্যাজিষ্ট্রেট এর নিকট প্রেরণ করতে হবে। {পুলিশ আইন-২৪ ধারা, পিআরবি-২১৩ ধারা}
১৮। লাশটি যদি বেওয়ারিশ হয় তাহলে লাশের ওয়ারিশ খোঁজার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে হবে। {পিআরবি-২১৮ বিধি, পুলিশ আইন-২৩ ধারা}
১৯। লাশ নিয়ে কাউকে সন্দেহ হলে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। {ফৌ:কা:বিঃ ৫৪(১) উপধারা, পিআরবি-৩১৬ বিধি}
২০। মামলার আলামত ও বস্তুগত সাক্ষ্য সমূহ পরিক্ষার জন্য বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে। {সাক্ষ্য আনের-৭/২৭/৪৫ ধারা, পিআরবি-২৯৭ বিধি}
২১। ময়না তদন্তের রির্পোটের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।{পিআরবি-৩০৬ বিধি, ফৌ:কা:বিঃ৫০৯-ক ধারা}
অপমৃত্যু মামলার এজাহার নিয়ম সমূহ নিম্ন রুপ-
১। থানার নাম ও সময়ঃ-…….
২। সংবাদদাতার নামঃ-……..
৩। মৃত ব্যক্তির নাম ঠিকানাঃ-….
৪। মৃত্যুর কারণঃ-……….
৫। ঘটনার তারিখ ও সময়ঃ-……..
৬। গৃহীত পদক্ষেপঃ-…….
৭। প্রস্তুকারী অফিসারের নাম, পদবি ও স্বাক্ষরঃ-…….
{একটি নমুনা কপি}
বিষয়ঃ এজাহার দায়ের প্রসঙ্গে
জনাব,
আমি মোঃ মোক্তার আলী (২৪), পিতা: মোঃ রফিকুল ইসলাম , সাং-পারলা, থানা ও জেলা: মাগুরা অদ্য ৩/৪/১৯ খ্রি তারিখ থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করিতেছে যে, আমার বড় ভাই মোঃ সোমন শেখ (৪৫) কয়েক মাস ধরে বিভিন্ন রোগে ভ‚গতেছিল অনেক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করেও ভালো না হওয়ায় গত ২.১০/১৯খ্রি: তারিখ অনুঃ ১০.০০ ঘটিকার দিকে বাড়ির পার্শ্বে আম গাছের গলায় ফাস দিয়ে আতœ হত্যা করে। ভোর বেলা পাশের বাড়ীর চাচা মোঃ মোসলেম পিতা: ফজর আলী মাঠে যাওয়ার সময় আমার ভাইয়ের ঝুলন্ত চিৎকার দিলে আমি সহ আমার পরিবারের সকলে ছুটে গেলে আমার ভাইয়ের লাশ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখি। এই আমার এজাহার। এজাহার আমার কথা মোতাবেক লেখা হয়েছে বিধায় নিম্নে স্বাক্ষর করলাম।
বিনীত নিবেদন
মোঃ মুস্তার আলী
তাং-২.২.১৯খ্রিঃ
(লিখিত এজাহার বাদীকে পড়ে শুনালে শুদ্ধ স্বীকার স্বীকৃতি হলো।
এসআই
আবু রাশেদ
মাগুরা সদর থানা, মাগুরা
তারিখঃ-৪.৪.১৯ খ্রিঃ।