প্রশ্নঃ স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কোন ধরনের কলহ বা বিবাদ দেখা দেয়। এই সম্পর্কে কি ধরনের অপরাধ সংঘটিত হয়।কলহ বা বিবাদ নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের ভূমিকা আলোচনা করুন।
স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের নিম্ন- লিখিত কলহ বা বিবাদ দেখা দেয়-
১) মালিকানা ও দখল নিয়ে আত্নীয় স্বজনদের সাথে বিরোধ সৃষ্টি হয়।
২) ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টন নিয়ে।
৩) জমির সীমানা নির্ধারণ নিয়ে।
৪) জাল-জালিয়াতি কাগজ তৈরী করাকে কেন্দ্র করে।
৫) ফসলের অনিষ্ট সাধন ও পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে।
স্থাবর সম্পত্তি নিয়ে নিম্ন লিখিত অপরাধ সংঘটিত হয় যথা ঃ
১) বেআইনী সমাবেশ। দঃবিঃ আইনের ১৪৩ ধারার অপরাধ
২) দাঙ্গা- হাঙ্গামা। দঃবিঃ ১৪৭/১৪৮ ধারার অপরাধ
৩)মারামারি। দাঃ বিঃ ১৫৯ ধারার অপরাধ।
৪) অনধিকার প্রবেশ। দঃবিঃ ৪৪৭/৪৪৮ ধারার অপরাধ।
৫) চুরি। দঃবিঃ ৩৭৯ ধারার অপরাধ।
৬) অগ্নিসংযোগ। ৪৩৬ ধারার অপরাধ।
৭) আঘাত। দঃ বিঃ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারার অপরাধ।
৮) খুন ঃ দঃ বিঃ ৩০২ ধারার অপরাধ
কলহ বিবাদ নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের ভূমিকা
১) কলহ বিরোধ অব্যাহত বা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য স্থগিতের আদেশ জারি করতে পারে।
{ফৌঃকাঃবিঃ ১৪৩ ধারা।}
২) বিপদাশঙ্কার ক্ষেত্রে জরুরি আদেশ জারি করতে পারে। {ফৌঃকাঃবিঃ ১৪৪ ধারা।}
৩) বিরোধপূর্ন জমিতে স্থিতিবস্থার আদেশ জারি করতে পারে। {ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারা।}
৪) উভয়পক্ষের দখলে ছিল না এমন জমির ক্ষেত্রে ক্রোকের আদেশ দিতে পারে।{ফৌঃ-১৪৬ ধারা}
৫) উভয়পক্ষের কাগজপত্র আদালতে উপস্থাপনের আদেশ দিতে পারে। {ফৌঃকাঃবিঃ ১৪৭ ধারা।}
৬) অধীনস্থ ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করতে পারে। {ফৌঃকাঃবিঃ ১৪৮ ধারা।}
কলহ বিবাদ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা
১) বিরোধপূর্ন স্থানে শান্তিভঙ্গের আশঙ্কার সংবাদ পেলে জিডি এন্ট্রি করতে পারে।
{ফৌঃকাঃবিঃ ১৫৪,১৫৫ ধারা।}
২) বিরোধপূর্ন স্থানে নির্মাণ কাজ বন্ধের আদেশ জারি করতে পারে
{দঃ বিঃ ১৫৪ ধারা, পিআরবি ২৫২ ধারা}
৩) বিরোধপূর্ন স্থানে দাঙ্গাহাঙ্গামা সম্ভাবনা থাকলে বিনা প্ররোয়ানায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারে। {ফৌঃকাঃবিঃ ১৫১,১০৭ ধারা}
৪) বিরোধের সংবাদটি প্রতিবেদনের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। {পুলিশ আইনের ২৪ ধারা,পিআরবি ২১৩ বিধি}
৫) বিষয়টি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেতে হবে। {ফৌঃকাঃবিঃ ১৫০ ধারা, পিআরবি ১২০ বিধি, পুলিশ আইনের ২৩ ধারা}
প্রশ্নঃ কোথাও কোন অপরাধমূলক কাজ হতে দেখলে আপনি পুলিশ অফিসার হিসেবে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অথবা পুলিশের প্রতিরোধ বা নিরোধমূলক কাজ সমূহ বর্ণনা করুন।
অপরাধমূলক কাজ হতে দেখলে পুলিশ অফিসার হিসেবে করণীয় সমূহ নিম্নরুপ-
১) কোথাও কোনো অপরাধ মূলে কাজ হতে দেখেলে পুলিশ অফিসার প্রতিরোধের জন্য শক্তিপ্রয়োগ সহ প্রয়োজনীয় সকল পদ্ধতি গ্রহণ করতে পারবেন। {ফৌঃকাঃবি ১৪৯ ধারা}
২) অপরাধ নিবারন করা বা আমলে আনা যে অফিসারের কর্তব্য সেই অফিসারকে অবহিত করতে হবে। {ফৌঃকাঃ বিঃ ১৫০ ধারা, পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি-১২০ বিধি}
প্রশ্ন- সন্দিগ্ধ ও বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে।
সন্দিগ্ধ সম্পত্তিঃ- চোরাই বলিয়া কথিত বা কোন অপরাধের সাথে সন্দেহ যুক্ত এইরুপ অবস্থায় পরিত্যক্ত সকল প্রকার মালামাল বা সম্পত্তিকে সন্দিগ্ধ সম্পত্তি বলে। {ফৌ:কা:বি-৫৫০ ধারা, ডিএমপি অধ্যাদেশ ৮৮ ধারা, পিআরবি-৩৭৯ বিধি}
বেওয়ারিশ সম্পত্তিঃ- যে সম্পত্তি ওয়ারিশ বা দাবীদার নাই অথবা মৃত ব্যক্তির পরিত্যক্ত এই রুপ সকল প্রকার সম্পত্তিকে বে-ওয়ারিশ সম্পত্তি বলে।