chakrirkhabar এর অন্যতম খবর বাংলাদেশের অন্যতম র্শীষ প্রতিস্টান ওয়ালটন এসএসসি পাসে ১০০০ কর্মী নেবে। উক্ত জনবল ওয়ালটন প্লাজায় নিয়োগ দিবে মর্মে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তাদের বিভিন্ন প্লাজায় নতুন লোকবল নিয়োগ দেবে। যোগ্য আগ্রহী ব্যক্তিগন ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ-২৬ মে,২০২২ খ্রিঃ

প্রতিস্টানের নাম-ওয়ালটন
পদের নাম : প্লাজা অ্যাসোসিয়েট
পদের সংখ্যা : ১০০০ (এক হাজার)
আবেদন যোগ্যতা : আবেদনকারীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে।
অভিজ্ঞতা যে সকল প্রার্থীদের আছে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
প্রার্থীর বয়স ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে।
দেশের যেকোনো ওয়ালটন প্লাজায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনকারীকে বাইসাইকেল চালাতে জানা থাকতে হবে।
তবে, আবেদনকারী ব্যক্তি মোটরসাইকেল চালাতে দক্ষ হলে অগ্রাধিকার পাবেন।
আবেদন করার জন্য যে সকল কাগজপত্র লাগবে-
সিভি বা জীবনবৃত্তান্ত,জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি।
সদ্য তোলা ১কপি পাসপোর্ট সাইজ ছবি
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
আবেদন যেভাবে পাঠাবেন/ আবেদনপত্র পাঠানের ঠিকানা:
বিভাগীয় প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ (ওয়ালটন প্লাজা)
করপোরেট অফিস, ব্লক-আই, রোড-সাবরিনা সোবহান ৫ম এভিনিউ বসুন্ধরা
ভাটারা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ তারিখ : ২৬ মে,২০২খ্রিঃ
সূত্র-ঢাকা পোষ্ট
আরো পড়ুন
আজকের চাকরির খবর, chakrirkhabar কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সহ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের চাকরির খবর জানতে এই খানে ক্লিক করুন
ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ গার্মেন্টস চাকরি খবর জানতে এই খানে ক্লিক করুন
চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ জানতে ক্লিক করুন
চট্টগ্রামে শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি-বিস্তারিত জানতে এই খানে ক্লিক করুন
সর্তকবানী-
আমরা কাউকে চাকরি দেই না। আমরা শুধুমাত্র চাকরি প্রাথীদের সুবিধার জন্য বিভিন্ন উৎস হইতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করি।
যেই কোন স্থানে চাকরির আবেদন করার আগে যাচাই-বাচাই করে নিজ দায়িত্বে আবেদন করুন। প্রতারণা এড়াতে অথনৈতিক লেনদেন পরিহার করুন। অনেক ব্যক্তি প্রতারণার ফাদে পাঁ দেয় তাই সতর্ক হোন।